মেসি কি বাংলাদেশে আসবে ? মেসির বাংলাদেশ সফর ২০২৩

বর্তমান বিশ্বকাপ জয়ী দুর্দান্ত খেলোয়ার লিওনেল মেসি। 2022 সালের কাতার বিশ্বকাপ জয় করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মেসি। মেসির এ জয়ে স্মরণীয় করে রাখতে বাংলাদেশীদের যে উৎসাহ উদ্দীপনা ছিল তা ব্যাপক। সারা বিশ্বের মধ্যে মেসির প্রতি বাংলাদেশীদের ভালোবাসা প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মেসির প্রতি বাংলাদেশীদের এই ভালোবাসা মেসি এবং আর্জেন্টিনা টিম এর চোখ এড়ায়নি। সেই ধারাবাহিকতায় গুঞ্জন চলছে মেসি বাংলাদেশে কবে আসবে? মেসি কি বাংলাদেশ সত্যিই আসবে? এ সকল প্রশ্নের উত্তর দিবে আপনাদেরকে। তাই আমাদের আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।
বর্তমান বিশ্বের অন্যতম স্বনামধন্য ফুটবল প্লেয়ার মেসি। এখন পর্যন্ত ব্যক্তিগত জীবনে মেসির অনেক রেকর্ড রয়েছে। মেসি তার ক্লাব ক্যারিয়ারে এবং ব্যক্তিগত জীবনে অনেক বেশি সাফল্য মন্ডিত। তবে আর্জেন্টিনার হয়ে কোন বিশ্বকাপ তার নামে ছিল না। 2022 সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে লিওনেল মেসি ফ্রান্স কে হারিয়ে বিশ্বকাপ নিজের করে নিয়েছেন।
কাতারের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বাংলাদেশেও তার উম্মাদনা ছিল ব্যাপক। তার এই অনুমোদন এবং উদ্দীপনা কে কাজে লাগিয়ে বাংলাদেশী মানুষের যে আবেগঘন ফুটবলের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশিরা ফুটবল কে কতটা ভালবাসে এবং নিউ এন্ড মেসি কে কতটা ভালোবাসে তা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে।
মেসির প্রতি এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বিভিন্ন ওয়েবসাইটে এবং আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও প্রকাশ পেয়েছে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে এই নিউজ প্রকাশিত হলে আর্জেন্টিনার সাধারণ জনগণ এবং খেলোয়াড়রা বাংলাদেশকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
নানা মাধ্যম থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যে এবছরের লিওনেল মেসি বাংলাদেশে আসতে পারেন। তবে কি সত্যিই লিওন মেসি বাংলাদেশে আসবেন?(এ প্রশ্নের সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি।
তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আর্জেন্টিনার ফুটবল ক্লাবের সাথে যোগাযোগ করছেন বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন আলোচনার মাধ্যমে চেষ্টা করছে কিভাবে আর্জেন্টিনা টিমকে বাংলাদেশ নিয়ে আসা যায়।
বিভিন্ন গ্রন্থ থেকে জানা যাচ্ছে যে আগামী ২০২৩ সালের মার্চ মাসে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা বাংলাদেশ সফর করতে পারেন।
তবে এখন পর্যন্ত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন থেকে কোন নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তবে আমরা চাচ্ছি যে লিওনেল মেসি বাংলাদেশ সফর করুক এবং বাংলাদেশীদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে তার সাক্ষী হয়ে থাকুক।