৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ – শতভাগ সঠিক সমাধান

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২। আমরা আমাদের ওয়েবসাইটে ৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ প্রকাশ করেছি। আপনারা চাইলেই খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে ৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ দেখে নিতে পারেন।

১। কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়? ক. মিশর খ. তিউনিশিয়া গ. লিবিয়া ঘ. সিরিয়া উত্তর : খ

২। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? ক. ২০১০ খ. ২০১০ গ. ২০১৪ ঘ. ২০১৬ উত্তর : গ।

৩। কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? ক. গায়ানা খ. বলিভিয়া গ. ব্রাজিল ঘ. কলাম্বিয়া উত্তর : খ

৪। বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়? ক. জেনেভা খ. প্যারিস গ. গ্লাসগাে ঘ. ব্রাসেলস উত্তর : গ

৫| বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টর চুক্তি কখন শেষ হবে? ক. ২০৪০ খ. ২০২৬ গ. ২০২৪ ঘ. ২০৩০ উত্তর : গ

৬। কোন দেশকে ইউরােপের রুটির ঝুটি বলা হয়? ক. জার্মানি খ. ইতালি গ. পােলান্ড ঘ. ইউক্রেন। উত্তর : ঘ

৭। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? ক. যুক্তরাষ্ট্র খ. প্রাচীন গ্রীস গ. প্রাচীন রােম ঘ. প্রাচীন ভারত উত্তর : খ

৮। নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়? ক, জর্দান খ. ইরান গ. মিশর ঘ. মালয়েশিয়া উত্তর : ক

৯। World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ক. প্যারিস খ. জুরিখ গ. দাভােস ঘ. বার্ন উত্তর : গ

১০| তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? ক. পাকিস্তান ও আফগানিস্তান খ. ভারত ও আফগানিস্তান গ. পাকিস্তান ও ভারত ঘ. আফগানিস্তান ও সােভিয়েত ইউনিয়ন উত্তর : গ

১১। প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়? ক. সেপ্টেম্বর মাসের প্রথম সােমবার খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার গ. আগস্ট মাসের শেষ সােমবার ঘ. অক্টোবর মাসের প্রথম সােমবার উত্তর : প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে।

১২। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? ক. জর্দান ও মিশর খ. কুয়েত ও বাহরাইন গ. লিবিয়া ও ওমান ঘ. তিউনিসিয়া ও আলজেরিয়া উত্তর : ক

১৩। কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়? ক. ১৯৪৮, ফ্রান্স খ. ১৯৪৯, সুইজারল্যান্ড গ. ১৯৬১, রােম ঘ. ১৯৫২, লন্ডন। উত্তর : ক

১৪। নেকড়েযােদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট? ক. ভিয়েতনাম খ. উত্তর কোরিয়া গ. চীন ঘ. রাশিয়া উত্তর : গ

১৫। নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়? ক. লাওস খ. হংকং গ. ভিয়েতনাম ঘ. কম্বােডিয়া উত্তর : খ

১৬। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ক. নিউইয়র্ক খ. বােস্টন গ. লন্ডন ঘ. ক্যানবেরা উত্তর : ক

১৭। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? ক. ১ বছর খ. ২ বছর গ. ৪ বছর ঘ. ৫ বছর উত্তর : খ

১৮। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয়। বছরের জন্য নির্বাচিত হন? ক. তিন বছর খ. সাত বছর গ. চার বছর ঘ. নয় বছর উত্তর : ঘ

১৯। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত? ক. ২০২১-২০৩০ খ. ২০২৪-২০৩২ গ. ২০২১-২০৪১ ঘ. ২০২২-২০৫০ উত্তর : গ

২০। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? ক. যুক্তরাষ্ট্র খ. সুইজারল্যান্ড গ. বাংলাদেশ ঘ. ভারত উত্তর : গ

২১। ‘ইতরবিশেষ’ বলতে বােঝায়? ক. দুর্বত্ত খ. চালাকি গ. পার্থক্য ঘ. অপদার্থ উত্তর : ক

২২। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? ক. গাে+অক্ষ= গবাক্ষ খ. পৌ+ অক = পাবক গ. বি+অঙ্গ= বঙ্গ ঘ. যতি+ইন্দ্র= যতীন্দ্র উত্তর : ক

২৩৷ ‘চঁাদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নামক. আবদুল কাদের খ. খতিব মিয়া গ. আক্কাস আলী ঘ. আরেফ আলী উত্তর : ঘ

২৪। ‘মরণ রে উঁহু মম শ্যাম সমান। – পঙক্তিটির রচয়িতাক. বিদ্যাপতি খ. গােবিন্দদাস গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কৃষ্ণদাস কবিরাজ উত্তর : গ

২৫। আনােয়ারা’ উপন্যাসের রচয়িতার নামক. সৈয়দ মুজতবা আলী খ. কাজী আবদুল ওদুদ গ. নজিবর রহমান ঘ. রােকেয়া সাখাওয়াৎ হােসেন উত্তর : গ

২৬। নিচের কোন বাক্যটি প্রয়ােগগত দিক থেকে শুদ্ধ? ক. আমি কারও সাতেও নেই, সতেরােতেও নেই। খ. আপনি স্বপরিবারে আমন্ত্রিত। গ. তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল। ঘ. সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম। উত্তর : ……..

২৭। নিচের কোনটি যৌগিক বাক্য? ক. দোষ স্বীকার করলে তােমাকে শাস্তি দেওয়া হবে না। খ. তিনি বেড়াতে এসে কেনাকাটা করলেন। গ. মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন। ঘ. ছেলেটি চঞ্চল তবে মেধাবী। উত্তর : ….

২৮। ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত? ক. রতন খ. কবাট গ. পিচাশ ঘ. মুলুক উত্তর : ….

২৯। “অর্ধচন্দ্র’ কথাটির অর্থ – ক. অমাবস্যা খ. গলাধাক্কা গ. কাছে টানা ঘ. কাস্তে উত্তর : খ

৩০| ‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ? ক. পর্তুগিজ খ. হিন্দি গ. গুজরাটি ঘ. ফরাসি উত্তর : গ

৩১। কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ? ক. জানিবার ইচ্ছা খ. জয় করিবার ইচ্ছা গ. হনন করিবার ইচ্ছা ঘ. যুদ্ধ করিবার ইচ্ছা উত্তর : খ

৩২। নিচের কোনটি তৎসম শব্দ? ক. পছন্দ খ. হিসাব গ. ধূলি ঘ. শৌখিন উত্তর :….

৩৩। নিচের কোনটি বাংলা ধাতু’র দৃষ্টান্ত? ক. কহ্ খ. ক . বুধ ঘ. গঠ উত্তর : ….

৩৪। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল

ক. বর্ণবাদের পুনরুত্থান খ. রাষ্ট্রবিপ্লব গ. চিন্তাবিপ্লব ঘ. অভিবাসন বিপ্লব

উত্তর :….

৩৫। শুদ্ধ বানান কোনটি? ক. মুমুর্ষ খ. মুমুর্ষ গ. মুমূর্ষ ঘ. মূমূর্ষ উত্তর : গ

৩৬। নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়? ক. বহ্নি খ. আবীর গ. বায়ুসখা ঘ. বৈশ্বানর উত্তর : খ

৩৭। দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শােভিত? ক. অপচ্যুতি খ. যমক গ. অর্থোন্নতি ঘ. অভিযােজন উত্তর : ….

৩৮। যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত? ক. অব্যয়ীভাব খ. দ্বিগু গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব

উত্তর :

৩৯। মৃত্তিকা দিয়ে তৈরি’-কথাটি সংকোচন করলে হবে

ক. তন্ময় খ. মন্ময় গ. মৃন্ময় ঘ. চিন্ময় উত্তর : গ

৪০। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী? ক. জগন্নাথ খ. বিষ্ণু গ. প্রজাপতি ঘ. শিব

উত্তর : ….

৪১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? ক. নেপালের রাজদরবার থেকে খ. গােয়ালঘর থেকে গ. পাঠশালা থেকে ঘ. কান্তজীর মন্দির থেকে উত্তর :…

৪২। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? ক, মারাঠি খ. হিন্দি গ. মৈথিলি ঘ. গুজরাটি।

ক. মারাঠি খ. হিন্দি গ. মৈথিলি ঘ. গুজরাটি উত্তর :

৪৩। আমার সন্তান যেন থাকে দুধেভাতে। এই মনােবাঞ্ছাটি কার? ক. ভবানন্দের খ. ভাড়ুদত্তের গ. ঈশ্বরী পাটুনীর ঘ. ফুল্লরার উত্তর : গ

৪৪। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? ক. কাজী আবদুল ওদুদ খ. এস ওয়াজেদ আলি গ. আবুল ফজল ঘ. আবুদল কাদির

উত্তর :

৪৫। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক? ক. বিষের বাঁশী খ. অগ্নি-বীণা গ. সিন্ধু-হিন্দোল ঘ. চক্রবাক উত্তর :

৪৬। নিচের কোনটি বিশ শতকের পত্রিকা? ক. শনিবারের চিঠি খ. বঙ্গদর্শন গ. তত্ত্ববােধিনী ঘ. সংবাদ প্রভাকর

উত্তর :

৪৭। নিচের কোনটি উপন্যাস নয়? | (ক) দিবারাত্রির কাব্য (খ) শেষের কবিতা (গ) পল্লীসমাজ (ঘ) কবিতার কথা উত্তর :

৪৮। বাঙালী ও বাঙলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? (ক) দীনেশচন্দ্র সেন (খ) গােপাল হালদার (গ) আহমদ শরীফ (ঘ) সুকুমার সেন উত্তর :

৪৯। মনােরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? (ক) কৃষ্ণকান্তের উইল (খ) দুর্গেশনন্দিনী (গ) মৃণালিনী (ঘ) বিষবৃক্ষ উত্তর :

৫০া ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (ক) খেয়া (খ) মানসী (গ) কল্পনা (ঘ) সােনার তরী উত্তর :

৫১। অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? (ক) নষ্টনীড় (খ) নামঞ্জুর গল্প (গ) রবিবার (ঘ) ল্যাবরেটরি উত্তর :

৫২। “সকলের তরে সকলে আমর/প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত পঙুক্তি? (ক) রানীকান্ত সেন (খ) ইসমাইল হােসেন সিরাজী (গ)। কামিনী রায় (ঘ) দ্বিজেন্দ্রলাল রায় উত্তর :

৫৩।‘খােকা’ ও ‘রঞ্জু মাহমুদুল হক-এর কোন উপন্যাসের চরিত্র? (ক) কালাে বরফ (খ) খেলাঘর (গ) অনুর পাঠশালা (ঘ) জীবন আমার বােন

উত্তর :

৫৪। সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? (ক) কবর (খ) বহিগীর (গ) পায়ের আওয়াজ পাওয়া যায় (ঘ) ওরা কদম আলী উত্তর :

৫৫। মীর মশারফ হােসেনের ‘বিষাদসিন্ধু’ একটি (ক) মহাকাব্য (খ) ইতিহাস গ্রন্থ (গ) উপন্যাস (ঘ) ইতিহাস-আশ্রিত জীবনীগ্রন্থ।

৫৬। By and large’ means(ক) everywhere (খ) very large (গ) Innostly (T) far away উত্তর :

৫৭।  Francis Bacon is an illustrious (ক) essayist (খ) dramatist (গ) novelist (ঘ) journalist উত্তর :

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২ – শতভাগ সঠিক সমাধান

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২২

44 তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022

৪৪ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২

The Professor

Hi. I am a blogger. This is my blog site. Here I published article about Education.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button