ঢাবি গ ইউনিট রেজাল্ট ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট[ C-Unit]ফলাফল প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০২২ এর রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে। ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা আজকের এই পোস্টে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করব। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে চান তবে আমাদের পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট ফলাফল 2022

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ ইউনিটের 2021-22 সেশনে প্রায় 930 টি আসন রয়েছে। আর এই ৯৩০ টি আসনের বিপরীতে আবেদন হয়েছে প্রায় ৩০৭০৪টি। এখানে হিসাব করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি আসনের জন্য মোট পরীক্ষার্থী লড়াই করছেন 33 জন। গত 3 জুন ২০২২ তারিখে ঢাবি গ ইউনিটের লিখিত ও mcq পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ভর্তি নোটিশ এ কেবলমাত্র যেসকল শিক্ষার্থীরা পাস করেছেন সে সকল শিক্ষার্থী স্থান পাবে এবং সে সকল শিক্ষার্থী ঢাবি গ ইউনিটের আসন লাভ করবে। আমাদের এই পোস্টে ঢাবি গ-ইউনিটের ভর্তি ফলাফল বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।

ঢাবি গ ইউনিট ফলাফল 2022

ঢাবি গ ইউনিটের মোট ৯ টি বিভাগের বিপরীতে আসন রয়েছে মোট 930। ঢাবি গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত এমসিকিউ পরীক্ষার মোট নম্বর এর ওপরে ভিত্তি করে 847 জন ও কোটার ওপর ভিত্তি করে 83 জন শিক্ষার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে।

তবে মেধা তালিকায় স্থান পেতে হলে অবশ্যই mcq অংশে ইংরেজিতে কমপক্ষে 5 নম্বর সহ মোট 24 নম্বর অর্জন করতে হবে। এছাড়া লিখিত অংশের ন্যূনতম ৫নম্বর  সহ ১১ নম্বর অর্জন করতে হবে। এছাড়াও লিখিত ও mcq অংশে মোট 40 নম্বর পেতে হবে। উপরে উল্লেখিত নম্বর হিসেবে পাশ করার পরে একজন পরীক্ষার্থী ঢাবি গ ইউনিট লাভ করতে পারবে।

ঢাবি গ ইউনিট রেজাল্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার কাজ খুবই দ্রুত গতিতে চলমান রয়েছে। ইতিমধ্যেই গত ২৭ জুন তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গবেষনা করে দেখা যাচ্ছে যে আর অল্প কয়েক দিনের ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।

 রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনার গ ইউনিটের ভর্তি ফলাফল দেখতে চাইলে আমাদের সাইট থেকে দেখানো নিয়ম অনুযায়ী সবার আগে আপনার রেজাল্ট দেখুন খুব সহজেই। তাই আর দেরি না করে এখনি আমাদের সাইট থেকে ঢাবি গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি জেনে নিন।

পরীক্ষার সময় ও মানবন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২০২১-২২ সেশন এর অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য গ ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত ও mcq পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঢাবি গ ইউনিট ভর্তি পরীক্ষার মোট নম্বর ছিল 100 মার্ক। 100 মার্কের মধ্যে mcq ছিল 60 নম্বরের ও বাকি 40 মার্ক লিখিত প্রশ্ন আকারে। mcq ও লিখিত প্রশ্নের উত্তরের জন্য সময় বরাদ্দ ছিল 90 মিনিট।

৯০ মিনিটের মধ্যেই শিক্ষার্থীদের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়েছে ।যদি কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিয়ে থাকে তবে সে ক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর থেকে 0.25 মার্কেটে নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট থেকে বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কতটা কঠিন পদ্ধতিতে পরিচালিত হয়।

ঢাবি গ’ ইউনিট অনলাইন রেজাল্ট

  • প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইটে admission.eis.du.ac.bd  প্রবেশ করতে হবে
  • এরপর লগইন পেজে প্রবেশ করতে হবে
  • এরপর এসএসসি ও এইচএসসির পরীক্ষার তথ্য গুলো সঠিকভাবে দিয়ে সাবমিট করতে হবে
  • এরপর রেজাল্ট দেখুন এ ক্লিক করে আপনি আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ঢাবি গ ইউনিট রেজাল্ট

  • প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করুন
  • এরপর মেসেজ অপশনে সঠিকভাবে DU<space>unit<space>roll  লিখে 16321 নাম্বারে এসএমএস সেন্ড করুন
  •  এসএমএস সেন্ড করার পরে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং সেই এসএমএসের মাধ্যমে আপনি আপনার ঢাবি গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট পেয়ে যাবেন।

ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে

  • পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ৫ কপি সদ্য তোলা ছবি 
  • ভর্তি পরীক্ষার্থীর এসএসসি ও এইচএসসির মূল মার্কশিট ও প্রশংসাপত্র এছাড়াও প্রশংসা পত্রের ফটোকপি
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
  • এছাড়াও অনলাইন হতে ভর্তি কৃত আবেদন কপি

উপরিক্ত কাগজ গুলো সঠিকভাবে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের অফিসে জমা দিতে হবে।

The Professor

Hi. I am a blogger. This is my blog site. Here I published article about Education.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button