[নতুন সময়সূচি] গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১-২০২২ PDF

২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে GST গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ gstadmission.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কি ভাবে পরীক্ষা নেয়া হবে, কিভাবে পরীক্ষার্থী যাচাই-বাছাই করা হবে ,কোথায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ,মানবন্টন কেমন হবে এ সম্পর্কিত আরো তথ্য জানতে অবশ্যই আমাদের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২১-২০২২

গুচ্ছ পদ্ধতিতে  GST ভর্তি পরীক্ষা২০২১-২০২২

2021-2022 শিক্ষাবর্ষে দেশের 32 টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন করা হবে। আগামী 3 , 10 ও 17 সেপ্টেম্বর তিন ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তুতি নেবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যের সঙ্গে এক সভায় পরীক্ষা বিষয়ে  সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে বাংলাদেশের 32 টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা 2021-22 শিক্ষা বর্ষ এর তাদের জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। এ সিদ্ধান্তের পর 2022 সালে আরো 12 টি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার বাংলাদেশের নতুন তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে প্রথম অংশগ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২২

গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। জিএসটি ভর্তি পরীক্ষার প্রত্যেকটি ইউনিটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায় এবং শেষ হবে দুপুর ১ টায়। আগামী আগস্ট ও জুলাই মাসে জিএসটির এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক খ গ ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখঃ

  • ক ইউনিট( বিজ্ঞান বিভাগ) ৩০ জুলাই ২০২২
  • খ-ইউনিট( মানবিক বিভাগ) ১৩ আগস্ট ২০২২
  • গ- ইউনিট (বাণিজ্য বিভাগ )২০ আগস্ট ২০২২

গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা

2018 ও 2019 সালের এসএসসি এবং 2020 ও 2021 সালের এইচএসসি উত্তীর্ণপরীক্ষার্থীরা বর্তমানে অনলাইনে আবেদন করতে পারছেন  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তা নিচে বর্ণনা করা হলো।

  • ক-ইউনিট (বিজ্ঞান)

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিআবন8.00 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ ভোকেশনাল এইচএসসি এবং মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

  • খ ইউনিট( মানবিক)

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায়( চতুর্থ বিষয়) সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ 7.00 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাহসহ  মিউজিক , গার্হস্থ্য , অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ , মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে ।

  • গ-ইউনিট ব্যবসয় শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষাইয় ন্যূনতম জিপিএ 3.50 সহ সর্ব মোট জিপিএ 7.50 থাকতে হবে ।সাধারন শিক্ষাবাের্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।

GST Admission Circular 2022

পরীক্ষার্থী যাচাই-বাছাই পদ্ধতি

  • বিজ্ঞান বিভাগ

বাছাইয়ের শর্ত

জিপিএ (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)

নম্বর (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০%+এসএসসি ৪০%)

এইচএসসি পদার্থ বিজ্ঞান

এইচএসসি রসায়ন

 
  • বাণিজ্য শাখা
বাছাইয়ের শর্ত জিপিএ (৪র্থ বিষয়সহ)

 

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

নম্বর (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

এইচএসসি বাংলা এইচএসসি ইংরেজী
জিপি নম্বর জিপি নম্বর
বাছাইক্রম
  • মানবিক শাখা
বাছাইয়ের শর্ত

জিপিএ (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

নম্বর (৪র্থ বিষয়সহ)

(এইচএসসি ৬০% +এসএসসি ৪০%)

এইচএসসি বাংলা এইচএসসি ইংরেজী
জিপি নম্বর জিপি নম্বর
বাছাইক্রম

ভর্তি পরীক্ষার মানবন্টন

জিএসটি ভর্তি পরীক্ষা হবে মোট 100 নাম্বারে। সকল ইউনিটের পরীক্ষা ১ ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে। নিচে ইউনিটের মানবন্টন দেওয়া হলঃ

  • বিজ্ঞান শাখা ( এ ইউনিট)
  বিষয়  নম্বর  মোট নম্বর
 আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান ২০  ৬০
রসায়ন ২০
বাংলা ১০
ইংরেজী ১০
ঐচ্ছিক ( যে কোন দুইটি) গণিত
২০  ৪০
জীববিজ্ঞান ২০
আইসিটি ২০
  • মানবিক শাখা ( বি ইউনিট )
বিষয় মান
বাংলা ৪০
ইংরেজী ৩৫
আইসিটি ২৫
মোট ১০০ নম্বর
  • বাণিজ্য শাখা ( সি ইউনিট)
বিষয় মান
হিসাববিজ্ঞান ২৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫
বাংলা ১৩
ইংরেজী ১২
আইসিটি ২৫
মোট ১০০ নম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button