জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিগ্রী, অনার্স সিজিপিএ গ্রেডিং পয়েন্ট বের করার পদ্ধতি

অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে 21 শে মার্চ 2022 খ্রিস্টাব্দে। প্রকাশিত হওয়ার সাথে সাথেই শিক্ষার্থীরা মার্কশিট ডাউনলোড করার জন্য চেষ্টা করছেন। কোন সাবজেক্টে কত পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত দেখার চেষ্টা করছেন কিন্তু কোনভাবেই দেখতে পাচ্ছেন না।
আপনারা কিভাবে খুব সহজে অনার্স প্রথম বর্ষের সিজিপিএ নির্ধারণ করতে পারবেন সেই বিষয়ে আজ আমাদের পোস্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে সেখানে কোনো পয়েন্ট উল্লেখ করা নেই। শুধুমাত্র উপস্থাপন করা আছে কোন শিক্ষার্থী কোন গ্রেড পেয়েছে।
উত্তর রেজাল্টের শিক্ষার্থীদের নাম এবং নিচে কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছে সেটা উল্লেখ না করে গ্রেডিং পদ্ধতিতে A,B,C, C+ এবং Fail এটি উল্লেখ করেছে। কিন্তু অনেক শিক্ষার্থী অনেক চিন্তিত রয়েছেন কিভাবে তার সিজিপিএ পয়েন্ট বের করবেন। আজ আপনাদের মাঝে আমি তুলে ধরব সিজিপিএ পয়েন্ট বের করার সবচেয়ে সহজ পদ্ধটি।
অনার্স প্রথম বর্ষের সিজিপিএ (CGPA) নির্ণয়ের পদ্ধতি
অনার্স প্রথম বর্ষের সিজিপিএ পয়েন্টে নির্ধারণ করতে হলে আপনাকে এক বছরের মোটর পয়েন্ট কে এক বছরে মোট অরিজিত ক্রেডিট দ্বারা ভাগ করতে হবে।
এক বছরের মধ্যে পয়েন্ট কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্ট দিয়ে গুণ। এভাবে সকল সাবজেক্ট এর পয়েন্ট কে তাদের ক্রেডিট দিয়ে গুণ করে সব গুণফল কে যোগ করে পাওয়া যাবে এক বছরের মোট অর্জিত পয়েন্ট।
এক বছরের অর্জিত ক্রেডিট পাস কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে এক বছরের অর্জিত ক্রেডিট। এক বছরের অর্জিত পয়েন্ট বের করার নিয়ম নিম্নরূপ।
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;
সুতরাং মোট অর্জিত পয়েন্টস : 14+13+16+13+14+13=83
এবং মোট অর্জিত ক্রেডিট : 4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায়: 83÷24=3.45
যে গ্রেডে যত পয়েন্ট:
A+ = ৪.০০ (১ম বিভাগ)
A = ৩.৭৫ (১ম বিভাগ)
A- = ৩.৫০ (১ম বিভাগ)
B+ = ৩.২৫ (১ম বিভাগ)
B = ৩.০০ (১ম বিভাগ)
B- = ২.৭৫ (২য় বিভাগ)
C+ = ২.৫০ (২য় বিভাগ)
C = ২.২৫ (২য় বিভাগ)
D = ২.০০ (৩য় বিভাগ)
Fail = ০.০০
সাধারণত এভাবেই আপনি খুব সুন্দর ভাবে আপনার সিজিপিএ বের করতে পারবেন। যদি কোনো শিক্ষার্থী সিজিপিএ বের করতে না পারেন তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটের কমেন্ট করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সিজিপিএ বের করে দেওয়ার জন্য। সকল ধরনের শিক্ষাবিষয়ক সহযোগিতা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত।অনার্স পয়েন্ট বের করার নিয়ম। সিজিপিএ গ্রেডিং পদ্ধতি