স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২২ | SSC New Routine 2022 Pdf

এসএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২২ঃ জুন মাসের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুসারে বাংলাদেশের সকল বোর্ডের এসএসসি পরীক্ষা ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২২ সালের এসএসসি ও সমাপনী পরীক্ষা এবং দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে। ৩১ জুলাই ২০২২ তারিখ রবিবার বিকেলে ঢাকা ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।
এসএসসি ও দাখিল পরীক্ষার এই নতুন রুটিন বাংলাদেশের মোট নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের প্রযোজ্য হবে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড হচ্ছে ঢাকা ,রাজশাহী ,কুমিল্লা ,চট্টগ্রাম, বরিশাল, যশোর, সিলেট,দিনাজপুর ও ময়মনসিং শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত রুটিনের সময়সূচি অনুসারে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে।
এসএসসি নতুন রুটিন ২০২২
বাংলাদেশের সকল বোর্ডের ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার শুরু হবে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। নতুন রুটিন অনুযায়ী প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১ টা থেকে ১ পর্যন্ত।
সংশোধিত নতুন রুটিন অনুযায়ী ব্যবহারিক বিষয় ছাড়া তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে আগামী ১ অক্টোবর ২০২২ তারিখ শনিবার পর্যন্ত।এছাড়াও সংগীত বিষয় সহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ অক্টোবর হতে ১৫ অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
২০২২ সালের এসএসসি পুরাতন রোটিন অনুযায়ী প্রতিটি বিভাগের মোট তিনটি বিষয় এবং আবশ্যিক তিনটি বিষয়ের উপর ১৯ জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের সিলেট জেলা সহ অন্যান্য বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে উক্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছিল।
এসএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২২
এসএসসি নতুন রুটিন ২০২২ অনুযায়ী এসএসসি পরীক্ষার্থী বিভাগের মোট তিনটি বিষয় ও বাধ্যতামূলক ৩টি বিষয়ের ওপর সেপ্টেম্বর মাসে ১৫ তারিখ থেকে শুরু হবে। এবারের এসএসসি পরীক্ষার জন্য সময় বরাদ্দ দেয়া হয়েছে দুই ঘন্টা। লিখিত ও এমসিকিউ পরীক্ষার উভয়েই অংশের মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।
এসএসসি পরীক্ষার নতুন রুটিন অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে সকল বিষয়ের পরীক্ষা হবে। আর ব্যবহারিক পরীক্ষা ও সঙ্গীত বিষয়ে পরীক্ষা গুলো ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর এর মধ্যে অনুষ্ঠিত হবে।

এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন ২০২২
এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার রুটিন ২০২২ প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হলেও সিলেটের বন্যার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বর্তমান সময়ে দেশের অবস্থা স্বাভাবিক থাকার কারণে পুনরায় এসএসসি পরীক্ষার নতুন রুটিন 2022 প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষার নতুন রুটিন অনুযায়ী সেপ্টেম্বর মাসের 15 তারিখে পরীক্ষা শুরু হবে।
অনেক শিক্ষার্থী এবং অভিভাবকগণ এসএসসি পরীক্ষায় নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে তাদের দুশ্চিন্তা কাটিয়ে এসএসসি পরীক্ষা ২০২২ নেওয়ার প্রস্তাব জারি করেছেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যেই পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান কে সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।
যেহেতু করণা মহামারীর কারণে দেশের শিক্ষাব্যবস্থার বেশ ব্যাঘাত ঘটে ছিল এবং বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা পড়াশুনা থেকে ছিটকে গিয়েছে তাই পূর্বের চাইতে শিক্ষার্থীদের সিলেবাস কিছুটা কমানো হয়েছে। এ রুটিন অনুযায়ী শিক্ষার্থীরা যথারীতি সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে পরীক্ষা অংশগ্রহণ করবেন।
তবে পড়বে রুটিন অনুযায়ী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। অবশেষে সেপ্টেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার রুটিন প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
ইতিমধ্যেই আমরা আমাদের ওয়েবসাইটের উপরের অংশে এসএসসি নতুন রুটিন ২০২২ ছবি আকারে প্রকাশ করেছি। আপনারা চাইলে সেখান থেকে ছবি আকারে রুটিন ডাউনলোড করে নিতে পারেন।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের 14 ট নির্দেশনা
- পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার রুমে আসতে হবে।
- প্রশ্নপত্রের নির্দিষ্ট সময় অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
- প্রথমে বহুনির্বাচনীয় পরের সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে। বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবে না এবং বহুনির্বাচনী পরীক্ষার জন্য ২০ মিনিট ও সৃজনশীল পরীক্ষার জন্য এক ঘন্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
- পরীক্ষার্থীরা পরীক্ষার প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার তিন দিন আগে সংগ্রহ করে নিবে।
- এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যাডার শিক্ষা বিষয়ক নির্দেশনা অনুসারে ধারাবাহিকভাবে প্রাপ্ত নম্বর শিক্ষাপত্রের সংশ্লিষ্ট কেন্দ্র কে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
- শিক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে নিজ দায়িত্বে ভরাট করবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের কে স্মরণ রাখতে হবে যে কোনভাবেই উত্তরপত্রে ভাস করা যাবে না।
- পরীক্ষার্থীদের সৃজনশীল বহুনির্বাচনের ব্যবহারিক প্রত্যেক অংশে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে।
- প্রত্যেক শিক্ষার্থী কেবলমাত্র নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় সমূহের উপরেই পরীক্ষা দিতে পারবে। নিবন্ধন ছাড়া অন্য বিষয়ের উপরে পরীক্ষা দেওয়ার অনুমতি নেই।
- কোন পরীক্ষার্থীদের পরীক্ষা নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না প্রত্যেক শিক্ষার্থীদের জন্য স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে।
- পরীক্ষায় নন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
- কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষার কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবে না।
- সৃজনশিল,বহু নির্বাচনী ও ব্যবহারিক সকল পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
- ব্যবহারিক পরীক্ষার নির্দিষ্ট কেন্দ্র অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।